বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ, সুখবর পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:১৯, ৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৩৪, ৮ নভেম্বর ২০২০
করোনায় আক্রান্ত মাহমুদউল্লাহ, সুখবর পেলেন সাকিব

ছবি: বিজনেস ইনসাইডার

সবকিছু ঠিকঠাকই ছিল। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে সোমবার করাচি যাওয়ার জন্য তৈরিও ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। কিন্তু তার আগে করোনাভাইরাস পরীক্ষা করাতে গিয়ে এ স্পিন অলরাউন্ডার পেলেন দুঃসংবাদ।  দুই দফায় রিপোর্ট এসেছে পজিটিভ। তবে করোনা পরীক্ষার পর সুখবর পেয়েছেন কদিন আগে যুক্তরাষ্ট্র থেকে ফেরা সাকিব আল হাসান।

করোনায় আক্রান্ত হওয়ায় শুধু পিএসএল নয়, বিসিবির টি-টোয়েন্টি টুর্নামেন্টেও মাহমুদউল্লাহর খেলা অনিশ্চিত। এই মাসের তৃতীয় সপ্তাহে হওয়ার কথা এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।

হঠাৎ করে করোনায় আক্রান্ত হওয়ায় নিজেই বিস্মিত হয়েছেন মাহমুদউল্লাহ। এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘গত ৬ নভেম্বর করোনা পরীক্ষা করিয়েছিলাম। কিন্তু ভাবেনি রেজাল্ট পজিটিভ আসবে।  নিশ্চিত হওয়ার জন্য পরদিন আরেকবার করালাম, এবারও পজিটিভ। যে কারণে নিজেই চমকে গেছি।

মাহমুদউল্লাহ আরও বলেন, ‘দুই দিন আগে থেকে হালকা একটু ঠাণ্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

যথেষ্ট সাবধান থাকার পরও করোনায় আক্রান্ত হয়েছেন মাহমুদউল্লাহ। যে কারণে এ তারকার শুধু পিএসএল নয়, ঘরোয়া টি-টোয়েন্টিতেও খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘সব কিছু চূড়ান্ত থাকার পরও এবার পিএসএলে খেলতে পারছি না। এটা অবশ্যই হতাশার। ভবিষ্যতে আবার সুযোগ আসবে ইনশাল্লাহ। এখন আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি যদি, সেই আশা করছি।’

এদিকে গত বৃহস্পতিবার মধ্যেরাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই কয়েক ঘণ্টা পর গুলশানে একটি সুপারশপ উদ্বোধন করতে ব্যাপক জনসমাগমের মধ্যে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। তবে তার করোনা পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার খেলতে আপাতত দিতে হবে ফিটনেস টেস্ট। যা হওয়ার কথা সোমবার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়