রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

কোহলির ব্যাটে সিরিজে সমতা ফেরালো ভারত

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০২, ১৫ মার্চ ২০২১   আপডেট: ২৩:১৭, ১৫ মার্চ ২০২১
কোহলির ব্যাটে সিরিজে সমতা ফেরালো ভারত

রানখরা কাটিয়ে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। (ছবি সংগৃহীত)

ঢাকা (মার্চ ১৫): রানখরা কাটিয়ে ফর্মে ফিরলেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের ফর্মে ফেরার ম্যাচে হ্যাটট্রিক পরাজয় এড়াল ভারত। ৭ উইকেটের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় ফিরল স্বাগতিকরা।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৬৪ রান করে ইংল্যান্ড। দলের হয়ে ৩৫ বলে ৪৬ রান করেন ওপেনার জেসন রয়। ২০ বলে ২৮ রান করেন ইয়ন মরগান। ২৪ রান করে করেন বেন স্টোকস ও ডেভিড মালান।

টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে শূন্যরানে হারাতে হয় লোকেশ রাহুলের উইকেট। এরপর তিনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ৯৪ রানের জুটি গড়ে ফেরেন ইশান কৃষাণ। তার আগে ৩২ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় করেন ৫৬ রান।

দলীয় ১৩০ রানের সময় ২৬ রান করে আউট হন ঋষভ পন্ত। এরপর স্রেয়াশ আইয়ারকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক কোহলি। আগের দুই ইনিংসে শূন্যরানে আউট হয়ে সমালোচিত ভারতীয় এই অধিনায়ক এদিন ৪৯ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৭৩ রান করেন।

আগামী ১৬ মার্চ তৃতীয় টি-টুয়েন্টি ম্যাচে সিরিজে এগিয়ে থাকার জন্য আবার মুখোমুখি হবে দুই দল।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়