রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৫


৩০ ভাদ্র ১৪৩২,

২০ রবিউল আউয়াল ১৪৪৭

এশিয়া কাপে খেলতে আগ্রহী নয় পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:২২, ১৪ মার্চ ২০২১   আপডেট: ০১:২৩, ১৪ মার্চ ২০২১
এশিয়া কাপে খেলতে আগ্রহী নয় পাকিস্তান

পিসিবি চেয়ারম্যান এহসান মানি (ছবি সংগৃহীত)

ঢাকা (১৩ মার্চ): করোনার কারণে ২০ ম্যাচ বাকি রেখে স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষ করতে আগ্রহী পিসিবি। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এশিয়া কাপে অংশ নিতে ইচ্ছুক নয় পাকিস্তান। এমনটি জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি।

বৃহস্পতিবার পাকিস্তানের এই ঘরোয়া লিগের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে এক ঘন্টাব্যাপী এক ভার্চুয়াল মিটিং সারেন এহসান মানি ও পিসিবির কর্মকর্তারা। আগামী জুনে পিএসএলের ম্যাচ গুলো মাঠে গড়াবে বলে আলোচনায় সিদ্ধান্ত নেয় পিসিবি। একই সময়ে এশিয়া কাপও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এমন পরিস্থিতিতে পিএসএলকেই বেশি গুরুত্ব দেওয়া হবে বলে ফ্রাঞ্চাইজি ও ক্রিকেটারদেরকে জানিয়ে দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। অর্থাৎ পিএসএল চলাকালীন এশিয়া কাপ শুরু হলে পাকিস্তান তাদের ঘরোয়া লিগটি চালিয়ে যাবে। আর এই সিদ্ধান্তে এশিয়া কাপের এবারের আসরে পাকিস্তানের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

একই সময়ে ভারতও ব্যস্ত থাকবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নিয়ে। এখন পাকিস্তানও এশিয়া কাপকে বিশেষ গুরুত্ব না দেয়ায় পেছাতে পারে টুর্নামেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর দাবী, টুর্নামেন্টকে পিছিয়ে ২০২৩ সালে আয়োজন করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে আয়োজক কমিটি।

এ বছর জুন মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আসর। সর্বশেষ ২০১৮ সালে এশিয়া কাপ আয়োজিত হয়েছিল ৫০ ওভারের ফরম্যাটে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়