বৃহস্পতিবার

০১ জানুয়ারি ২০২৬


১৮ পৌষ ১৪৩২,

১২ রজব ১৪৪৭

মাশরাফি ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:১৬, ১১ মার্চ ২০২১   আপডেট: ২০:১৮, ১১ মার্চ ২০২১
মাশরাফি ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত

মাশরাফি বিন মুর্তজা। ছবি:সংগৃহীত

ঢাকা (১১ মার্চ): বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ নির্বাচিত করেছে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম। দক্ষিণ এশিয়ায় নির্বাচিত ১০ তরুণ নেতার মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা একজন

বৈশ্বিক নানা প্রেক্ষাপটে অবদান রেখে চলেছে এমন ৪০ বছরের কম বয়সীদের মধ্য থেকে প্রতিভাবান ও নেতৃত্ব দিতে সক্ষম তারকাদের নির্বাচিত করে থাকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম এরই ধারাবাহিকতায় পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ১১২ জনকে প্রাথমিক নির্বাচিত করে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম।

১৯৮৩ সালে নড়াইলে জন্ম নেওয়া মাশরাফি বিন মর্তুজাসহ এ বছর দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত হয়েছেন ১০ তরুণ নেতা।

পৃথিবীকে আরও উন্নত করতে নির্বাচিত ‘ইয়াং গ্লোবাল লিডার’ তরুণ নেতারা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সঙ্গে মিলে বিভিন্ন বৈশ্বিক উদ্যোগে অংশ গ্রহণ করবেন

বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাশরাফি বিন মর্তুজা জিম্বাবুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে প্রথম আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে। এছাড়া, নড়াইল থেকে বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়