ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: আর মাত্র তিন দিন পর শুরু হচ্ছে আইসিসি মেগা ইভেন্ট ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। তার আগে সব দলগুলোই খেলছে প্রস্তুতি ম্যাচ। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ আজ নিজেদের ২য় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে ইংল্যান্ডের।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে আজকের ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ম্যাচে টাইগারদের অধিনায়কত্ব করছেন নাজমুল হোসেন শান্ত।
এদিকে ম্যাচের আগে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তিনি আজ মাঠে ফিরেছেন। খেলার মাঝপথে বৃষ্টির শঙ্কা থাকলেও বাংলাদেশ সময় দুপুর ২টা বেজে ৩০ মিনিটে ম্যাচ মাঠে গড়াতে যাচ্ছে।
বাংলাদেশ স্কোয়াড-
লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ( অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, সাকিব আল হাসান ও তানজিদ হাসান তামিম।