Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বিশ্বকাপের আগে ইনজুরিতে সাকিব

শুক্রবার

০৯ মে ২০২৫


২৬ বৈশাখ ১৪৩২,

১১ জ্বিলকদ ১৪৪৬

বিশ্বকাপের আগে ইনজুরিতে সাকিব

স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৬:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৩  
বিশ্বকাপের আগে ইনজুরিতে সাকিব

সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের বাকি নেই আর এক সপ্তাহ। এমন সময়ে বড়সড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে কোনো ম্যাচে মাঠে নামার আগেই ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভারতের গুয়াহাটিতে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। এসময় পায়ে চোট পেয়েছেন অধিনায়ক সাকিব। তবে চোট কতোটা গুরুতর, সে সম্পর্কে তেমন কিছুই জানা যায়নি।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।  
 
গুয়াহাটির বারাসপারা স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।  ম্যাচে সাকিব ছাড়াও নেই মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। তবে প্রস্তুতি ম্যাচ হওয়াতে দলের প্রয়োজনে যেকোনো সময় বোলিং করতে পারবেন তারা।
 
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের মনোযোগের কেন্দ্রে তানজিদ তামিম। অভিষেক রাঙাতে না পারলেও তামিম ইকবালের নাটকীয় প্রস্থানে টাইগারদের বিশ্বকাপ মিশনে এখন মূল ওপেনারদের একজন এই যুবা। স্পটলাইট থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের ওপরও। দীর্ঘসময় দলের বাইরে থাকা সিনিয়র ক্যাম্পেইনারই জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে।  
 
এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দেখাতেই হেরেছে বাংলাদেশ। মুখোমুখি পরিসংখ্যানেও পাল্লা ভারী লঙ্কানদের দিকেই। তবে তরুণদের নিয়ে গড়া দল নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের ম্যানেজমেন্ট। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়