প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ ক্রিকেট দল। মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটি প্রথম ম্যাচ।
আজ শুক্রবার ২৯ সেপ্টেম্বর টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন মেহেদী হাসান মিরাজ।
এছাড়া নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমানও খেলছেন না ম্যাচে। তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের প্রয়োজনে তারা বোলিং করতে পারবেন।
সব দলের চূড়ান্ত খেলোয়াড় তালিকা দিলো আইসিসিসব দলের চূড়ান্ত খেলোয়াড় তালিকা দিলো আইসিসি
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।