বৃহস্পতিবার

১১ সেপ্টেম্বর ২০২৫


২৭ ভাদ্র ১৪৩২,

১৮ রবিউল আউয়াল ১৪৪৭

সব জেনে শুনেই তামিমাকে বিয়ে করেছি: নাসির হোসেন

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৫৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০১:২৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১
সব জেনে শুনেই তামিমাকে বিয়ে করেছি: নাসির হোসেন

সংবাদ সম্মেলনে নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মি )

ঢাকা (২৪ ফেব্রুয়ারি): বিয়ে বিতর্ক নিয়ে নানা বিতর্কের জবাবে ক্রিকেটার নাসির হোসেন বলেছেন, তিনি সব জেনে শুনেই তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেছেন। বুধবার রাজধানীতে সস্ত্রীক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

একই সংবাদ সম্মেলনে তামিমা সুলতানা তাম্মিও দাবি করেন, সাবেক স্বামীকে আইন অনুযায়ী ডিভোর্স দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। 

সংবাদ সম্মেলনে নাসির হোসেন বলেন, বিয়ে নিয়ে লুকানোর কিছু নাই। নাটক করার কিছু নাই। আমি সব জেনেশুনেই বিয়ে করেছি। তিনি বলেন, তামিমাকে আমি চিনি চার, সাড়ে চার বছর ধরে। আমি ওকে খুব কাছ থেকে চিনি। আমরা দু'জনই প্রাপ্ত বয়স্ক। আমরা আইনগতভাবে, ধর্ম অনুযায়ী বিয়ে করেছি। কোন সমস্যা থাকলে এভাবে লোক জানিয়ে বিয়ে করতাম না।

নাসির বলেন, 'আমি ওর ব্যাপারে আমি সব জানতাম। ওর আগে বিয়ে হয়েছে, বাচ্চা আছে। ডিভোর্স হয়েছে। বিয়ের আগে আমরা লিগ্যাল ডিভোর্স পেপার দেখেই বিয়ে করেছি। আমি চাইলে ডিভোর্স পেপার ফেসবুকে এসে দেখাতে পারতাম। কিন্তু দেখাইনি।

নাসির হোসেন আরও বলেন, এখন তামিমা আর তামিমা নয়। তামিমা হোসেন। সুতরাং তার নামে কেউ কিছু বললে আমি মেনে নেব না।

তামিমার ‘সাবেক স্বামী’ রাকিবের উদ্দেশে নাসির বলেন, আপনার বউকে বিয়ে করেছি, কেস করেন শেষ। আমরা
আইনগতভাবে বিষয়টি হ্যান্ডেল করব।

এদিকে একই সংবাদ সম্মেলনে নাসির হোসেনের স্ত্রী তামিমা দাবি করেন, সাবেক স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দিয়েই তিনি বিয়ে করেছেন। 

সাবেক স্বামীর বক্তব্য সম্পর্কে তামিমা বলেন, 'আমাদের নিয়ে উনি যা যা বলেছেন, এর মধ্যে আমাদের বিয়ে হয়েছিল এবং একটা বাচ্চা আছে এই দুইটা সত্য। বাকি সব কথা মিথ্যা। আমাদের নিয়ে ভুয়া খবর প্রকাশ করা হচ্ছে। দয়া করে কারো কথা শুনে ভুয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন।'

রাকিব যেটা করছে সেটা পাবলিক প্লাটফর্ম পাওয়ার জন্য করেছে বলে উল্লেখ করেন তামিমা হোসেন।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়