United Commercial Bank (UCB)

শনিবার

০৩ জুন ২০২৩


২০ জ্যৈষ্ঠ ১৪৩০,

১৩ জ্বিলকদ ১৪৪৪

ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:৩২, ২১ মার্চ ২০২৩  
ফ্রান্সের নতুন অধিনায়ক এমবাপ্পে

ফাইল ফটো


স্পোর্টস ডেস্ক: হুগো লরিস অবসর নেওয়ার পর কে হবেন ফরাসিদের নতুন অধিনায়ক? তা নিয়ে অনেক দিন ধরে চলছিল আলাপ-আলোচনা। অবশেষে নতুন অধিনায়ক পেয়েছে ফ্রান্স।

সম্ভাব্য অধিনায়কদের তালিকায় ছিলেন- এমবাপ্পে, আঁতোয়া গ্রিজমান। লরিসের শূন্যস্থান এবার পূর্ণ করলেন এমবাপ্পে।

ফরাসি ক্রীড়া সংবাদমাধ্যম লেকিপের প্রতিবেদনে জানা গেছে, এমবাপ্পেকে নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন দিদিয়ের দেশম। এর আগে এমবাপ্পের অধিনায়ক হওয়ার আভাস দিয়েছিলেন দেশম।

কাতার বিশ্বকাপের তিন মাসেরও বেশি সময় পর আন্তর্জাতিক ফুটবল খেলতে নামছে ফ্রান্স। শুক্রবার স্টেদি দি ফ্রান্সে নেদারল্যান্ডসের বিপক্ষে ২০২৪ ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলবে ফ্রান্স।

এই ম্যাচ দিয়েই অধিনায়ক এমবাপ্পের যাত্রা শুরু হতে যাচ্ছে। ফ্রান্সের হয়ে এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলেছেন এমবাপ্পে। ৩৬ গোল করেছেন এবং ২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়