বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ঢাকা টেস্টে খেলতে পারছেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১০, ৯ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ০২:১৩, ৯ ফেব্রুয়ারি ২০২১
ঢাকা টেস্টে খেলতে পারছেন না সাকিব

সাকিব আল হাসান (ফাইল ছবি)

ঢাকা (০৮ ফেব্রুয়ারি): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে পড়লেন সাকিব আল হাসান। কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় তিনি ঢাকা টেস্টে খেলতে পারছেন না।

সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। তবে অলরাউন্ডারের জায়গায় অন্য কারো নাম ঘোষণা করেনি বিসিবি।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করলেও দিনের শেষ ঘণ্টার মাঠে ছিলেন না সাকিব। সে পর্যন্ত ৬ ওভারে ১৬ রান দিয়েছিলেন। এর আগে ব্যাট হাতে খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। এরপর তিনি আর মাঠে ফেরেননি।

বিসিবি জানিয়েছে জৈব সুরক্ষা বলয় ছাড়ছেন সাকিব। বিসিবির মেডিকেল বিভাগ তার চিকিৎসা চালিয়ে যাবে এবং অবস্থা পর্যবেক্ষণ করবে।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়