বুধবার

১০ সেপ্টেম্বর ২০২৫


২৬ ভাদ্র ১৪৩২,

১৭ রবিউল আউয়াল ১৪৪৭

৩ উইকেটে পরাজিত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২১  
৩ উইকেটে পরাজিত বাংলাদেশ

বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ| ছবি: বিসিবি

ঢাকা (০৭ ফেব্রুয়ারি): অবশেষে বাংলাদেশকে ৩ উইকেটে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ ইনিংসে প্রায় ৪ শ’ রান করা বিশ্বের যে কোনো দলের জন্যই কঠিনতম কাজ। রবিবার চট্টগ্রামে সেই অসম্ভব কাজটি সম্ভব করেছে উইন্ডিজ টিম। 

উইন্ডিজ দলে এবার বড় কোনো তারকা ছিল না। নতুনদের নিয়ে তারা টেস্ট খেলতে এসেছে। তিন জনের অভিষেক হয়েছে চট্টগ্রামেই। 

জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্যে শনিবার ৩ উইকেটে ১১০ রান তুলে তারা চতুর্থ দিন শেষ করেছিল। আজ পঞ্চম দিনের ভয়ংকর উইকেটে ব্যাটিং করতে তাদের ২৮৫ রান করতে হতো। যা ছিল প্রায় অসম্ভব ব্যাপার। কিন্তু ইন্ডিজের প্রায় নবীন দলের কাছে বাংলাদেশি বোলাররা যেন আজ বোলিংই ভুলে গেছেন। অভিষিক্ত কাইল মেয়ার্স তুলে নিয়েছেন সেঞ্চুরি। আরেক অভিষিক্ত ব্যাটসম্যান একনক্রুমা বোনারের সঙ্গে তিনি ২০৭ রানের জুটি উপহার দিয়েছেন। এটি তার দ্বিতীয় সর্বোচ্চ জুটি। আর ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ। তাছাড়া চতুর্থ ইনিংসে দুই অভিষিক্ত ক্রিকেটারের সেরা জুটি।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়