Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
সৌদির বিপক্ষে জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় মেক্সিকোর

সোমবার

০৭ জুলাই ২০২৫


২৩ আষাঢ় ১৪৩২,

১০ মুহররম ১৪৪৭

সৌদির বিপক্ষে জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় মেক্সিকোর

ডেস্ক রিপোর্ট || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৩:০৯, ১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৩:৫৪, ১ ডিসেম্বর ২০২২
সৌদির বিপক্ষে জিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় মেক্সিকোর

ছবি: সংগৃহীত

ঢাকা (০১ ডিসেম্বর): কাতার বিশ্বকাপে সি গ্রুপে শেষ রাউন্ডের ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারিয়েছে মেক্সিকো। তবে এই  জয়ের পরও  গোল  ব্যবধানে পিছিয়ে থাকায় শেষ ষোলোতে যেতে  পারল না মেক্সিকো। তারা যদি ৩-০ গোলে জিততে পারত তবে পরের রাউন্ডে যেতে পারত।

এই জয়ে ৩ ম্যাচ শেষে মেক্সিকোর পয়েন্ট ৪।  সমানসংখ্যক ম্যাচে ৪ পয়েন্ট পোল্যান্ডেরও। কিন্তু পোল্যান্ডের সাথে গোল পার্থক্যে পিছিয়ে থাকায় গ্রুপ পর্ব থেকে বিশ্বকাপ মিশন শেষ করল মেক্সিকো।

গ্রুপ পর্বে ৩ ম্যাচে পোল্যান্ড গোল করেছে ২টি। গোল হজম করেছে ২টি। মেক্সিকো গোল দিয়েছে ২টি। গোল হজম করেছে ৩টি। ১ গোল বেশি হজম করায় নক-আউটে উঠতে পারল না মেক্সিকো। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে  আর্জেন্টিনাকে বিপক্ষে পাওয়া জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে বিশ্বকাপ শেষ করল সৌদি আরব। এই গ্রুপ থেকে আর্জেন্টিনা ও পোল্যান্ড শেষ ষোলোর টিকিট পেল।

গ্রুপে দুই রাউন্ডের খেলা শেষে সৌদি আরবের ছিল ৩ পয়েন্ট। মেক্সিকোর ছিল ১ পয়েন্ট। জয় পেলেই পরের রাউন্ডে খেলবে সৌদি। জিতলেও পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে মেক্সিকোর শেষ ষোলো। ড্র করলে শুধুমাত্র সুযোগ থাকবে সৌদির। এমন সমীকরণ নিয়েই  মাঠে নামে দলগুলো।

লুসাইল স্টেডিয়ামে আজ ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমনে মনোযোগি ছিলো মেক্সিকো ও সৌদি আরব। প্রথম ৮ মিনিটেই দু’বার করে আক্রমন করে তারা। গোলের দেখা পায়নি কোন দলই।

২৫ মিনিটে গোলের ভালো সুযোগ পেয়েছিলো মেক্সিকো। স্ট্রাইকার হেনরি মার্টিনের পাস থেকে বক্সের ভেতর থেকে শট নেন মিডফিল্ডার ওরবেলিন পিনেডা। তবে সে  শট দক্ষতার সাথে রুখে দেন সৌদির গোলরক্ষক আল-ওয়েসিস। এরপর ৩৬ মিনিটে মাঝমাঠ থেকে আক্রমন রচনা করে গোলের সুযোগ হাতছাড়া করে মেক্সিকো। কণার্র থেকে বল পেয়ে বাঁ-প্রান্ত দিয়ে সৌদির বক্সে ক্রস করেন স্ট্রাইকার এ্যালেক্সিস ভেগা। তবে সেটি গোলবারের উপর দিয়ে শট নেন ডিফেন্ডার জেসুস গালারডো।

৪৭ মিনিটে কণার্র থেকে উড়ে আসা বলে হেডে বক্সের ভেতর থাকা মার্টিনকে পাস দেন ডিফেন্ডার সিজার মন্টেমস। বল পেয়েই বাঁ-পায়ের শটে গোল আদায় করে নেন মার্টিন(১-০)।

৫ মিনিট পর ব্যবধান দ্বিগুন করে ফেলে মেক্সিকো। ডান-প্রান্তে পাওয়া ফ্রি-কিক থেকে বাঁ-পায়ের শটে গোল করেন মিডফিল্ডার লুইস শাভেজ। ২-০ গোলে এগিয়ে চালকের আসনে বসে যায় মেক্সিকো। তারপরও বল দখলে রেখে আক্রমন অব্যাহত রাখে মেক্সিকো। অন্য দিকে ম্যাচে ফিরতে আক্রমন করার চেষ্টা করে সৌদিও। ৬২ ও ৬৭ মিনিটের সৌদির দু’টি আক্রমনেই বাঁধা হয়ে দাঁড়ান  মেক্সিকোর গোলরক্ষক ও ডিফেন্ডাররা।

ইনজুরি সময়ের পঞ্চম মিনিটে সৌদির পক্ষে গোল করে ব্যবধান কমান মিডফিল্ডার সালেম আল ডসারি। এই গোল হজমে  শেষ ষোলো থেকে  ছিটকে পড়ে মেক্সিকো। অবশ্য এই গোল হজম না করলেও, নক-আউটে উঠতে পারতো না তারা। কারন পোল্যান্ডের চেয়ে বেশি কার্ড দেখেছে তারা। সৌদির বিপক্ষে ৩-০ গোলে জিতলে পরের রাউন্ডে যেতে পারতো মেক্সিকো। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো মেক্সিকোকে। -বাসস

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়