শুক্রবার

২৯ আগস্ট ২০২৫


১৪ ভাদ্র ১৪৩২,

০৫ রবিউল আউয়াল ১৪৪৭

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের শুভ সূচনা 

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০১:৫৮, ২১ জানুয়ারি ২০২১  
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের শুভ সূচনা 

ছবি: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েব সাইট থেকে নেওয়া

ঢাকা(২০ জানুয়ারি): পরপর দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ান ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে পরাজিত করেছে বাংলাদেশ। এরমধ্য দিয়ে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের শুভ সূচনা হলো। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। 

ওয়েস্ট ইন্ডিজের ৩২ দশমিক ২ ওভারে ১২২ রানের বিপরীতে বাংলাদেশ ৩৩ দশমিক ৫ ওভাবে ১২৩ রান করে ক্যারিবীয়দের হারিয়ে দেয়। 

ম্যাচে বাংলাদেশের অদিনায়ক তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া মুশফিকুর রহিম ১৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন। 

ক্যারিবীয়দের পক্ষে আকিল হোসেন ৩টি ও অধিনায়ক জেসন মোহাম্মদ ১টি উইকেট লাভ করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে সাকিব, হাসান মাহমুদ ও মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রান গুটিয়ে যায় জেসন মোহাম্মদের দল। সাকিব মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ দখল করেন ৩টি উইকেট। কাটার মাস্টার মুস্তাফিজ শিকার করের দুই উইকেট। 

অলরাউন্ডার সাকিব আল হাসানের ম্যাচসেরার পুরস্কার পান। দুদলের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়