বুধবার

০১ মে ২০২৪


১৮ বৈশাখ ১৪৩১,

২১ শাওয়াল ১৪৪৫

ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১২:২২, ৮ জুন ২০২২   আপডেট: ১২:২৩, ৮ জুন ২০২২
ফুটবল বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়

ফুটবল বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাফুফে কর্মকর্তারা, সংগৃহীত

ঢাকা (০৮ জুন): ফুটবল বিশ্বকাপের ট্রফি এখন ঢাকায়। বুধবার বেলা সোয়া ১১টার কিছু পর বিশ্বকাপের ট্রফি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পাকিস্তান থেকে ঢাকায় ট্রফিটি এসেছে। ট্রফিটি কোকাকোলার চার্টার্ড ফ্লাইটে এসেছে।

বাংলাদেশে বিশ্বকাপের ট্রফির সঙ্গে এসেছেন ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো ফুটবলার ক্রিশ্চিয়ান কারেম্বু। তিনি ছাড়াও ফিফার আরো কয়েকজন কর্মকর্তা এই ট্রফির সঙ্গে এসেছেন। বাংলাদেশে তাদের কাছ থেকে এই ট্রফি গ্রহণ করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় তার সঙ্গে ছিলেন বাফুফে নির্বাহী সদস্য ও ফিফা কাউন্সিল সদস্য মাহফুজা আক্তার কিরণ সহ আরও অনেকে।

এই ট্রফি আজ বিকেলে রাষ্ট্রপতি এবং সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবনে যাবার কথা রয়েছে। সেই সময় বাফুফের নির্বাহী কমিটির ২১ জনের মধ্যে শীর্ষ ৬-৭ জনের যাবার কথা রয়েছে। 

এর আগে ২০১৩ সালে ফুটবল বিশ^কাপ ট্রফি ঢাকায় এসেছিল। 
 

Nagad
Walton

সর্বশেষ