মঙ্গলবার

১১ নভেম্বর ২০২৫


২৭ কার্তিক ১৪৩২,

২০ জমাদিউল আউয়াল ১৪৪৭

কোহলি-আনুশকার কোলজুড়ে কন্যাসন্তান

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:২৬, ১১ জানুয়ারি ২০২১  
কোহলি-আনুশকার কোলজুড়ে কন্যাসন্তান

ছবি: ফাইল ফটো

ঢাকা(১১ জানুয়ারি): ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও বলিউড তারকা আনুশকা শর্মার কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। 

সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইট বার্তার কোহলি কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন। 

টুইট বার্তায় কোহলি লিখেন, ‘আপনাদের অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের একটি কন্যা সন্তান হয়েছে। আপনাদের ভালৈাবাসা ও মঙ্গল কামনার জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আনুশকা ও আমাদের কন্যা ভালো আছে। আমরা দুজনেই খুব সৌভাগ্যবান যে জীবনের এই অধ্যায় আমাদের দেখার সুযোগ হল। তবে আপনারা নিশ্চয় বুঝবেন , এই সময় আমাদের নিজেদের জন্য ব্যাক্তিগত সময় দরকার। সকলেল কাছে এই বিষয়ে সহযোগিতা চাইছি। 

কোহলি-আনুশকা দম্পতির প্রথম সন্তানের জন্মের জন্য কোহলি অস্ট্রেলিয়া সফরের মাঝপথে দেশে ফিরে আসেন। 
 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়