Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
আইসিসি দশক সেরা ওয়ানডে দলে সাকিব

বুধবার

২৭ আগস্ট ২০২৫


১২ ভাদ্র ১৪৩২,

০২ রবিউল আউয়াল ১৪৪৭

আইসিসি দশক সেরা ওয়ানডে দলে সাকিব

ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২৩:০৭, ২৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ২৩:০৮, ২৭ ডিসেম্বর ২০২০
আইসিসি দশক সেরা ওয়ানডে দলে সাকিব

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ। ছবি: আইসিসির টুইট

ঢাকা (২৭ ডিসেম্বর): ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দশক সেরা ওয়ানডে দলে স্থান করে নিয়েছেন দেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। রোববার আইসিসি এ টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

আইসিসি দশক সেরা ওয়ানডে দলে সাত দেশ থেকে স্থান পেয়েছেন ১১ ক্রিকেটার। এদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি তিনজন রয়েছেন ভারত থেকে। এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আছেন দুজন করে ক্রিকেটার। আর বাংলাদেশ, ইংল্যান্ড, শ্রীলংকা ও নিউজিল্যান্ড থেকে আছেন একজন করে ক্রিকেটার।

আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারদের ভোটে দশক সেরা এ দল নির্বাচিত করা হয়ছে। ২০১০ সালেল ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে তারা এ দল নির্বাচন করেছেন।

দশক সেরা এই ওয়ানডে একাদশে অধিনায়ক করা হয়েছে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে। এর ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন মিডল অর্ডার থেকে বিধ্বংসী ওপেনার হয়ে ওঠা ভারতের রোহিত শর্মা। তার সঙ্গী হিসেবে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী ওপেনার ডেভিড ওয়ার্নারকে। তিনে রাখা হয়েছে ভারতের তিন ফরম্যাটের বর্তমান অধিনায়ক এবং বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। চারের বিবেচনায় জায়গা পেয়েছেন ৩৬০ ডিগ্রী খ্যাত সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। এরপর রাখা হয়েছে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

২০০৬ সালে ওয়ানডে অভিষেক সাকিব আল হাসানের। ২০০৭ সালের বিশ্বকাপেরই তিনি নিজের যোগ্যতার প্রমাণ দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সাকিব হয়েছেন আরো পরিণত, আরো শাণিত। বাহাতি অলরাউন্ডার সাকিব ২০০৯ সালেই পেয়ে যান ওয়ানডে অলরাউন্ডারের খেতাব।

এছাড়া এই একাদশে পেস অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া বেন স্টোকস। তার সঙ্গে পেস আক্রমণে আছেন আরও তিনজন। তারা হলেন বিশ্বকাপের ফাইনালে খেলা তিন পেসার অস্ট্রেলিয়ার মিশেল স্ট্রাক, নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট এবং শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে দশক সেরা ওয়ানডে একাদশে রাখা হয়েছে প্রোটিয়া লেগ স্পিনার ইমরান তাহিরকে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়