সোমবার

১০ নভেম্বর ২০২৫


২৬ কার্তিক ১৪৩২,

১৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

অ্যাডেলিডে ৩৬ রানে গুটিয়ে গেল ভারত

ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৪২, ১৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৯:৪৪, ১৯ ডিসেম্বর ২০২০
অ্যাডেলিডে ৩৬ রানে গুটিয়ে গেল ভারত

ছবি: সংগৃহীত

ঢাকা (১৯ ডিসেম্বর): টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সর্বনিম্ন লজ্জাজনক ৩৬ রানে গুটিয়ে গেছে বিরাট কোহলির দল। শনিবার অস্ট্রেলিয়ার  মাটিতে জশ হ্যাজলউড ও প্যাট কামিন্সের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ব্যাটিং লাইন আপ নিয়ে গর্বিত ভারত। খবর টাইমস অব ইনডিয়া।

ভারতীয় দলের একজনও রান নিয়ে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। অ্যাডেলিড ওভালে ১ ওভারে ৯ রান নিয়ে শুরু করে ভারত। অষ্ট্রেলিয়ার দুর্দান্ত বোলিংয়ের মুখে মাত্র একঘণ্টা পিচে টিকে থাকতে সক্ষম হয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। দিনের দ্বিতীয় ওভারে ফিরতি ক্যাচ নিয়ে জাসপ্রিত বুমরাহকে সাজঘরে পাঠান কামিন্স। এরপর একে একে ফিরে যান চেতেশ্বও, আগারওয়াল ও অজিঙ্কা রাহানে।

১৫ রানে ৫ উইকেট হারানোর পর ভারত আর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়নি। তবে সবশেষ ভরসা ছিল অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু তিনিও সবাইকে হতাশ করেছেন। দলকে বাঁচাতে পারেননি লজ্জাজনক রানের সংখ্যা থেকে। দলের চরম এ বিপদে হনুমা বিহারি,ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন কেউই জ্বলে উঠতে পারেননি। অবশেষে কামিন্সের ডেলিভারিতে ডান হাতে ব্যথা পেয়ে শেষ ব্যটসম্যান মোহাম্মদ শামী মাঠ ছাড়ার সময় ভারতের স্কোর দাঁড়ায় মাত্র ৩৬।

টেষ্ট ইতিহাসে এর চেয়ে কম রান আছে মাত্র চারটি। এর আগে ভারতের সর্বনিম্ন ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ড ভারতকে গুটিয়ে দিয়েছিল কেবল ১৭ ওভারে।

টেস্ট ক্রিকেটে সর্বনিন্ম ইনিংস: টেস্টের ইতিহাসে সর্বনিম্ন ১০ স্কোরের মধ্যে রয়েছে-

২৬ রান: অকল্যান্ডে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে ইংল্যান্ড, মার্চ ১৯৫৫

৩০ রান: পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড, ফেব্রুয়ারি ১৮৯৬

৩০ রান: বার্মিংহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড, জুন ১৯২৪

৩৫ রান: কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইংল্যান্ড, এপ্রিল ১৮৯৯

৩৬ রান: মেলবোর্নে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়া, ফেব্রুয়ারি ১৯৩২

৩৬ রান:  বার্মিংহামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড, মে ১৯০২

৩৬ রান: অ্যাডেলিডে ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, ডিসেম্বর ২০২০

৩৮ রান:  লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ড, জুলাই ২০১৯

৪২ রান: ওয়েলিংটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া, মার্চ ১৯৪৬

৪২ রান: সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড, ফেব্রুয়ারি ১৮৮৮

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়