বৃহস্পতিবার

২৮ মার্চ ২০২৪


১৪ চৈত্র ১৪৩০,

১৮ রমজান ১৪৪৫

দ্বিতীয় ভাগে দারুণ খেলবে কলকাতা, আশাবাদী সাকিব

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৩৪, ১৯ সেপ্টেম্বর ২০২১  
দ্বিতীয় ভাগে দারুণ খেলবে কলকাতা, আশাবাদী সাকিব

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ১৯): ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় ভাগে অসাধারণ পারফরম্যান্স করবে কলকাতা নাইট রাইডার্স, সতীর্থদের কাছে এমনটাই প্রত্যাশা সাকিব আল হাসানের।

কলকাতার বর্তমান অবস্থা আশাব্যাঞ্জক নয়। ভারত পর্বে সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে তারা। পয়েন্ট তালিকায় আছে সাত নম্বরে।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইপিএলের দ্বিতীয় পর্বে সাকিবের দল কলকাতা মাঠে নামতে যাচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ম্যাচের আগে সাকিব বলেন, 'কয়েকদিন পরই প্রথম ম্যাচ। আমরা সবাই এর জন্য প্রস্তুত। আমাদের সমর্থন করতে থাকুন। আমি আশা করছি, কেকেআর আসরের দ্বিতীয়ভাগে অসাধারণ খেলবে।'

সংযুক্ত আরব আমিরাতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করে দলের অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার আগে আর দেশে ফেরা হচ্ছে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

সাকিবের মতো দেশে ফেরা হবে না রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানের। আগামি ১৫ অক্টোবর আইপিএলের ফাইনাল। ফাইনালের দু'দিন পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এবারের আইপিএলের প্রথম পর্বে (ভারতের মাটিতে) সাকিবের পারফরম্যান্স অবশ্য আশানরুপ ছিল না। তিন ম্যাচে খেলে তিনি করেন মাত্র ৩৮ রান, বল হাতে নেন ২ উইকেট।

Nagad
Walton

সর্বশেষ