রোববার

০৯ নভেম্বর ২০২৫


২৫ কার্তিক ১৪৩২,

১৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

কাতারে ৫-০ গোলে পরাজিত বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৪, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:৫৪, ৫ ডিসেম্বর ২০২০
কাতারে ৫-০ গোলে পরাজিত বাংলাদেশ

ছবি: ইউএনবি

ঢাকা (৫ ডিসেম্বর): কাতারে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ে ‘ই’গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে পরাজিত হয়েছে। খবর ইউএনবি।

শুক্রবার দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের চেয়ে ১২৫ ধাপ এগিয়ে থাকাসহ অন্যান্য পরিসংখ্যানে এগিয়ে থাকা কাতারের বিপক্ষে কোনো ধরনের প্রতিরোধই গড়ে তুলতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা।

বাংলাদেশের ব্রিটিশ কোচ জেমি ডে রক্ষণাত্মক কৌশলে দল সাজালেও কোনো পরিকল্পনাই কাজে আসেনি কাতারের সামনে।

ম্যাচের নবম মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন স্বাগতিক দলের খেলোয়াড় আবদুল আজিজ হাতেম। শুরুতেই ধাক্কা খেয়ে আত্মবিশ্বাস অনেকটাই হারিয়ে বসে লাল-সবুজ দলের রক্ষণভাগ। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিয়ে আরও আগ্রাসী হয়ে ওঠে কাতার।

খেলার ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আকরাম আফিফ। ৭২ মিনিটে নিজেদের ডি-বক্সে কাতার খেলোয়াড়কে ফাউল করে বাংলাদেশ। পেনাল্টি পেয়ে ওই সুযোগে স্কোরলাইন ৩-০ করেন আলি। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আলমোয়েজ। ম্যাচের শেষভাগে দ্বিতীয় গোল করে কাতারের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন আকরাম আফিফ।

এই জয়ের মধ্য দিয়ে ১৬ পয়েন্ট নিয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে কাতার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়