লুকাকুর জোড়া গোলে ৬০০ জয়ের মাইলফলক স্পর্শ করলো চেলসি
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ১২): ইংলিশ প্রিমিয়ার লিগে এবারের মৌসুমটা দুর্দান্ত শুরু করেছিল টটেনহ্যাম হটস্পার। চলতি মৌসুমের প্রথম তিন ম্যাচের সবক্টি জিতে রীতিমতো উড়ছিল নুনো ইস্পারিতোর শিষ্যরা। কিন্তু, লীগ লড়াই শুরু হওয়ার আগেই ছন্দপতন হয়ে গেল স্পার্সদের। টানা তিন ম্যাচ জয়ের পর আজ প্রতিপক্ষের মাঠে দুর্বল ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেই গেল দলটি।
এই জয়ে ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে শনিবার অন্য ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারানো ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
অন্যদিকে, টটেনহ্যাম হটস্পারে হারার রাতে নিজেদের কক্ষপথেই আছে ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। বেলজিয়াম তারকা রোমেলু লুকাকুর জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লীগে ছয়শোতম জয় নিয়ে বাড়ি ফিরেছে থমাস টুখেলের শিষ্যরা। চার ম্যাচে তিন জয়ে অপরাজিত ব্লুজরা এখন শীর্ষে থাকা ওলে গানারের ম্যানচেস্টার ইউনাইটেডের পিছু নিচ্ছে।
আজ (শনিবার) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে রোমেলু লুকাকুর জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে টমাস টুখেলের দল। এতদিন প্রিমিয়ার লিগে ছয়শ বা তারও বেশি জয়ের কীর্তি ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের একার। দ্বিতীয় দল হিসেবে বনেদী এই বৃত্তে ঢুকল চেলসি।
ঘরের মাঠে আক্রমণ প্রতি আক্রমণের ম্যাচে শুরুতেই রোমেলু লুকাকুর গোলে এগিয়ে যায় চেলসি। বিরতির খানিক পর ব্যবধান দ্বিগুণ করেন কোভাসিস। দু গোল খেয়ে নিজেদের গুছিয়ে মাঠে ফেরার চেষ্টা করে এস্টন ভিলা, কিন্তু শেষদিকে লুকাকুর দ্বিতীয় গোলে হার নিশ্চিত হয়ে যায় সফরকারীদের। বাকি সময় আর কোন গোল না হলে সহজ জয়েই মাঠ ছাড়ে চেলসি।