চলে গেলেন আম্পায়ার নাদির শাহ
নিজস্ব প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

আম্পায়ার নাদির শাহ। ফাইল ছবি: সংগৃহীত
ঢাকা (১০ সেপ্টেম্বর): ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সাবেক প্যানেল আম্পায়ার নাদির শাহ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।
আজ শুক্রবার ভোররাত পৌনে চারটার দিকে রাজধানী ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নাদির শাহ দুই বছর যাবত ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। কয়েকবার তিনি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করিয়েছেন। সপ্তাহখানেক আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সাবেক এই আন্তর্জাতিক আম্পায়ারকে দুদিন আগে নেওয়া হয় লাইফ সাপোর্টে।
সাবেক আন্তর্জাতিক আম্পায়ার নাদির শাহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাহাঙ্গীর শাহ বাদশাহর ছোট ভাই। ২০০৬ সালে বগুড়ায় বাংলাদেশ-কেনিয়া ওয়ানডে ম্যাচ দিয়ে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং শুরু।
আম্পায়ার নাদির শাহর মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।