Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচে খেলবেন না সাকিব

বুধবার

১৪ মে ২০২৫


৩১ বৈশাখ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচে খেলবেন না সাকিব

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:২০, ৯ সেপ্টেম্বর ২০২১  
নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ম্যাচে খেলবেন না সাকিব

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ৯): এক ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে জিতেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে এটাই সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম সিরিজ জয় টাইগারদের। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বসতে চলেছে পঞ্চম ও শেষ ম্যাচ। এই ম্যাচে বিশ্রাম দেয়া হতে পারে সাকিব আল হাসানকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানাচ্ছে, আঙুলের পুরানো চোট বেড়ে যাওয়ায় এই স্পিনিং অলরাউন্ডারকে নামানোর সম্ভাবনা কম।

সিরিজের শেষ ম্যাচে না থাকায় টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি হতে বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাকিবকে।

১০৭ উইকেটের মালিক লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গার পরেই সাকিবের অবস্থান। ১০৬ উইকেট তুলে দ্বিতীয় স্থানে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২ উইকেট নিয়ে মালিঙ্গার আরও কাছে চলে যান সাকিব। তবে তৃতীয় ও চতুর্থ ম্যাচে ছিলেন উইকেট শূন্য তাই নতুন মাইলফলক আপাতত ছোঁয়া হচ্ছে না।

সূত্রটি আরও জানাচ্ছে, সাকিব ছাড়াও শেষ ম্যাচে মাঠে নামার সম্ভাবনা কম মোহাম্মদ সাইফউদ্দিনের। চতুর্থ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে দেখা গিয়েছিল এই পেস অলরাউন্ডারকে। অন্যদিকে পেসার মোস্তাফিজুর রহমান ও বাঁহাতি স্পিনার নাসুম আহেমদকেও বিশ্রাম দেয়া হতে পারে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলো। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন সাকিব। মোস্তাফিজকে দেখা যাবে রাজস্থান রয়্যালসের জার্সিতে। আগামী দুই একদিনের মধ্যেই আরব আমিরাতে পৌঁছানোর দুই জনের।

আইপিএল শেষ হবে ১৫ অক্টোবর। দুই দিন পরই মাঠে গড়াবে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। সেখান থেকেই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে যোগ দেয়ার কথা রয়েছে সাকিব-মোস্তাফিজের।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়