Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
বার্সেলোনা-সেভিয়া ম্যাচ স্থগিত

বুধবার

১৪ মে ২০২৫


৩১ বৈশাখ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

বার্সেলোনা-সেভিয়া ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১১, ৮ সেপ্টেম্বর ২০২১  
বার্সেলোনা-সেভিয়া ম্যাচ স্থগিত

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ৭): লা লিগার ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর বার্সেলোনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল সেভিয়ার। উক্ত তারিখে ম্যাচ অনুষ্ঠিত হলে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না সেভিয়া। যে কারণে লা লিগাকে সাথে নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিকট এই ম্যাচ স্থগিত রাখতে আবেদন জানিয়েছিল সেভিয়া।

আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগার ম্যাচ ১১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। কিন্তু ১১ সেপ্টেম্বরের ম্যাচটি খেলতে রাজি নয় সেভিয়া। দলের তিন তারকা গঞ্জালো মন্টিয়েল, পাপু গোমেজ এবং মার্কোস অ্যাকুনা এখন আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে রয়েছে। ১১ তারিখে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ মাঠে গড়ালে এই তিন তারকাকে পাবে না সেভিয়া। কেননা দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হবে ১০ সেপ্টেম্বর। ম্যাচ শেষ করে স্পেন এসে লিগের ম্যাচে অংশ নেয়া সম্ভব না।

যে কারণে গত ৩১ আগষ্ট লা লিগাকে সাথে নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনে নিকট এই ম্যাচ স্থগিত রাখতে আবেদন জানিয়েছিল সেভিয়া। অবশেষে আজ সেই আবেদনের রায় দিল স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি)। তাদের রায়ের মতে, ১১ সেপ্টেম্বরের ম্যাচটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

এই ম্যাচ ছাড়াও স্থগিত করা হয়েছে ভিয়া রিয়াল ও আলাভেজের মধ্যকার ম্যাচটি।

তিন ম্যাচে সমান সাত পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দুই নাম্বারে সেভিয়া এবং চতুর্থ স্থানে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়