অবসর ভেঙ্গে দলে ফিরছেন আমির
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৭): গত বছরের ১৭ ডিসেম্বর টিম ম্যানেজমেন্টের উপর মানসিক অত্যাচারের অভিযোগ এনে মাত্র ২৮ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তবে সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন পাকিস্তানি পেসার, ঘোষণা দিয়েছেন আবারও পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার।
অবসর নেওয়ার পর মূলত প্রধান কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের দিকেই অভিযোগের তীর ছুঁড়েছিলেন মোহাম্মদ আমির। গতকাল (৬ সেপ্টেম্বর) মিসবাহ- ওয়াকার এক সঙ্গে পাকিস্তানের কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার একদিন বাদেই অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা জানালেন বাঁহাতি এই পেসার।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, মিসবাহ-উল হক এবং ওয়াকার ইউনিস দায়িত্ব ছাড়ার পর একটি বেসরকারি গণমাধ্যমকে মোহাম্মদ আমির বলেছেন, “আমি দলে খেলার জন্য প্রস্তুত আছি।”
উল্লেখ ২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে পাকিস্তানের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন মোহাম্মদ আমির। দূর্দান্ত বোলিং প্রতিভায় অভিষেকের পর খুব অল্প সময়েই বেশ নাম কুড়িয়েছিলেন বাঁহাতি এই পেসার। কিন্তু ২০১০ সালে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সতীর্থ সালমান বাট এবং মোহাম্মদ আসিফের সাথে ফিক্সিংয়ে জড়িয়ে সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন আমির।
পরবর্তীতে নিষেধাজ্ঞা কাটিয়ে ২০১৬ সালে আবারও পাকিস্তান জাতীয় দলে ফিরেছিলেন আমির। তারপর মোটামুটি নিয়মিতভাবেই তিন ফরম্যাটেই খেলেছেন তিনি। ২০১৭ সালে পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। ২০১৯ সালের জুলাইয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। আর গতবছর বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়ে মাত্র ২৮ বছর বয়সে অবসর নেওয়ায় সম্ভাবনাময় ক্যারিয়ারটা খুব বেশি দীর্ঘ হয়নি আমিরের।
পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ৫০টি টি-টোয়েন্টিতে সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৯টি উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির।