গোল খরা আমাদের ভুগিয়েছে: বসুন্ধরা কিংস কোচ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত: কোচ অস্কার ব্রুজন
ঢাকা (সেপ্টেম্বর ৬): সদ্য সমাপ্ত এএফসি কাপে তিন ম্যাচের কোনটিতেও না হেরেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে বসুন্ধরা কিংসের। অপরাজিত থাকলেও তিন ম্যাচে করেছে মোটে তিন গোল। বেশি গোল করতে না পারাই কাল হয়ে দাঁড়িয়েছিল বসুন্ধরা কিংসের জন্য।
শুরুটা একদম নিজেদের মতই করেছিল বসুন্ধরা কিংস। মালদ্বীপের মাজিয়া স্পোর্টসকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর ছিল বাংলাদেশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয় ম্যাচে ভারতের এফসি বেঙ্গালুরুর বিপক্ষে ঠিক এর বিপরীত চিত্র দেখতে হয়েছে বসুন্ধরা কিংসের। গোল করতে না পারলেও সে ম্যাচে গোল হজমও করেনি অস্কার ব্রুজন শিষ্যরা।
প্রথমার্ধে নিজেদের ছন্দে খেললেও দ্বিতীয়ার্ধে বেঙ্গালুরুর কাছে পাত্তাই পায়নি বসুন্ধরা কিংস। শেষের ২০ মিনিটে বেঙ্গালুরুর আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে হয়েছে তপু-তারিকদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংসের লাতিন ত্রয়ীর যে প্রভাব দেখা যায় সেটার ছিটে ফোটাও বেঙ্গালুরুর বিপক্ষে ছিল না।
আর্জেন্টাইন রাউল বেচারা ছিলেন নিজের ছায়া হয়ে। জনাথন ফার্নান্দেস ও মাঝ মাঠে নিজের সেরা ছন্দে ছিলেন না। তবে আরেক ব্রাজিলিয়ান রবসন রবিনহো নিজের ছন্দে থাকলেও সতীর্থদের সাহায্য না পাওয়ায় করতে পারেননি কোন গোল। সেমিফাইনাল যাওয়ার লক্ষ্য থাকলেও মোহন বাগানের সাথে ড্র করে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশ চ্যাম্পিয়নদের।
তিন ম্যাচে তিন গোলের দুটিই এসেছে দুই ব্রাজিলিয়ান রবসন রবিনহো ও জনাথন ফার্নান্দেজের পা থেকে, বাকি একটি এসেছে আত্মঘাতি থেকে। বিদেশিরা গোল করলেও নিষ্প্রভ ছিলেন দেশি ফরোয়ার্ডরা। মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজের অনুপস্থিতিতে মাহবুবুর রহমান সুফিল, ইব্রাহিম, বিপলু আহমেদরা নামের প্রতি সুবিচার করতে পারেনি।
গোল করতে না পারাটাই বসুন্ধরা কিংসকে ভুগিয়েছে বলে মনে করেন কোচ অস্কার ব্রুজন।
“আমরা প্রতিপক্ষের থেকেও ভাল দল ছিলাম। কিন্তু আমরা গোল করতে পারিনি, যেকারণেই বিদায় নিতে হয়েছে। আমাদের ভাল সুযোগ থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারিনি যেটা আমাদের অনেক হতাশ করেছে।”