পাকিস্তানের বিশ্বকাপ দলে নেই মালিক-সরফরাজ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৬): নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই টি-টোয়েন্টি সিরিজ এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের জায়গা হলেও, রাখা হয়নি শোয়েব মালিক, সরফরাজ আহমেদদের।
১৫ সদস্যের সেই দলে পাঁচজন ব্যাটার, দুইজন উইকেটকিপার, চারজন অলরাউন্ডার এবং পাঁচজন বোলারকে রাখা হয়েছে। পাশাপাশি আরও তিন ক্রিকেটারকে অতিরিক্ত ভ্রমণসঙ্গী হিসেবে আরব আমিরাতে নিয়ে যাবে পাকিস্তান। তারা হলেন তরুণ পেসার শাওনেওয়াজ দাহানি, ব্যাটার ফখর জামান এবং লেগ-স্পিনার উসমান কাদির।
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভিন্ন দুই সিরিজে লাহোর এবং রাওয়ালপিন্ডিতে ২৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবরের মধ্য সর্বমোট সাতটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।
আর আগামী ২৪ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান।
ঘরোয়া পারফরম্যান্স বিবেচনায় মিডলঅর্ডারের শক্তিমত্তা বাড়াতে দলে ফেরানো হয়েছে খুশদিল শাহ এবং আসিফ আলীকে। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খুশদিল এবং গেল এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আসিফ সবশেষ পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। সেই সাথে টিকে গেছেন শোয়েব মাকসুদও।
শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ ছাড়াও ঘোষিত সেই দলে জায়গা হয়নি ফাহিম আশরাফ, হারিস সোহেল, সার্জিল খানদের মতো তারকাদের।
পাকিস্তান দল:
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহকারী অধিনায়ক), আসিফ আলী, আজম খান, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি এবং শোয়েব মাকসুদ।
রিজার্ভ: শাহনেওয়াজ দাহানি, ফখর জামান, উসমান কাদির।