Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

বৃহস্পতিবার

১৫ মে ২০২৫


১ জ্যৈষ্ঠ ১৪৩২,

১৬ জ্বিলকদ ১৪৪৬

টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২০:০১, ৬ সেপ্টেম্বর ২০২১  
টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

ছবি সংগৃহীত

ঢাকা (সেপ্টেম্বর ৬): সিরিজ শুরুর আগে রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচে নুরুল হাসান সোহান কিপিং করার পরের দুই ম্যাচে উইকেটের পেছনে থাকবেন মুশফিকুর রহিম। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মুশফিক কিপিং করার কথা থাকলেও এদিন ‍উইকেটের পেছনে দেখা গেছে সোহানকে।

ম্যাচের শুরুতে এর কারণ জানা না গেলেও ম্যাচ শেষে মুশফিকের কিপিং না করার বিষয়টি খোলাসা করেছেন ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচ ডমিঙ্গো জানিয়েছেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুশফিক আর কখনও কিপিং করবেন না। তাতে বাংলাদেশের পরবর্তীতে টি-টোয়েন্টিগুলোতে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবেই খেলবেন মুশফিক।

এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘এখানে একটু বদল এসেছে। প্রাথমিকভাবে মুশফিকের সঙ্গে আমি কথা বলেছিলাম, দ্বিতীয় ম্যাচের পর ওর কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিক আমাকে বলেছে, সে টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না।’

বাংলাদেশের প্রধান কোচ আরও বলেন, ‘আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমার মনে হয় না, মুশফিকের আর এই সংস্করণে কিপিং করার প্রবল ইচ্ছা আছে। এই সিরিজে তাই সোহান ও সম্ভবত লিটনের দিকেই এই দায়িত্ব পালনের জন্য মনোযোগ দিতে হবে’

বেশ কিছুদিন ধরেই ‍মুশফিকের উইকেট কিপিং আলোচনা চলছে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময় ক্যাচ মিস এবং স্টাম্পিং মিস করে দলকে বেশ কয়েকবারই বিপাকে ফেলেছেন। যা নিয়ে তাঁকে সমালোচনায় পড়তে হয়েছে। বছর দুয়েক আগে থেকেই টেস্টে কিপিং ছেড়েছেন মুশফিক।

তাঁর বদলি হিসেবে নিয়মিত উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন লিটন দাস। টেস্টে ছাড়লেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিয়মিত উইকেট কিপিং করছিলেন মুশফিক।টেস্টের পর এবারও টি-টোয়েন্টিতেও গ্লাভস ছাড়তে হলো বাংলাদেশের অন্যতম সফল এই উইকেটরক্ষককে।

যদিও ওয়ানেডতে নিয়মিতই উইকেটের পেছনে দেখা যাবে মুশফিককে। বাংলাদেশের এই উইকেটরক্ষক এখন পর্যন্ত ৮৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে মাত্র সাতটিতে কিপিং করেননি তিনি।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়