থ্রি নেশনস কাপে আজ ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৫): কিরগিজস্তানে থ্রি নেশনস কাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ।
রবিবার (৫ সেপ্টেম্বর) বিশকেকের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে খেলাটি শুরু হবে রাত সাড়ে আটটায়।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক কিরগিজস্তানের কাছে ০-১ গোলে হারে ফিলিস্তিন। ফিফা র্যাংকিংয়ের ১০২তম দলটির লক্ষ্য এ ম্যাচে ঘুরে দাঁড়ানো।
অন্যদিকে বাংলাদেশের র্যাংকিং ১৮৮তম। সম্প্রতি লড়াকু ফুটবল খেললেও র্যাংকিংয়ে উন্নতি ঘটাতে পারেনি বেঙ্গল টাইগাররা।
কঠিন ম্যাচকে সামনে রেখে শিষ্যদের পাসিং মার্কিং ও সেট পিসের কৌশল শিখিয়েছেন কোচ জেমি ডে। সামনে সাফ চ্যাম্পিয়ন হওয়ায় এ টুর্নামেন্টকে প্রস্তুতির সেরা সুযোগ হিসেবে দেখছে বাংলাদেশ।