তিন জাতি টুর্নামেন্টে ‘নতুন পদ্ধতি’ প্রয়োগ করবে জামাল ভুঁইয়ারা
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (সেপ্টেম্বর ৪): কিরগিজস্তানে গিয়ে প্রায় পাঁচ দিন মাঠের অনুশীল করেছে বাংলার ফুটবলাররা। নিজেদের ঝালিয়ে নিয়ে এখন ম্যাচের লড়াইয়ের জন্য প্রস্তুত জামাল ভুঁইয়ারা। নতুন এক পদ্ধতিতে অনুশীলনে সেরেছে বাংলাদেশ এবং সেটাই ফিলিস্তিনের বিপক্ষে বাস্তবায়ন করতে চায় জেমি ডে’র শিষ্যরা।
আগামীকাল রবিবার কিরগিজস্তানের দোলন ওমরজাকোভ স্টেডিয়ামে তিন জাতি টুর্নামেন্টে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে ফিলিস্তিনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এখন পর্যন্ত ফিলিস্তিনের বিপক্ষে জয় পায়নি বাংলাদেশ। শেষ দুই বারের দেখা দুটিতেই হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
বিশকেকে প্রায় পাঁচ দিনের মত অনুশীল সেরেছে বাংলাদেশ দল। যেখানে নতুন কোন এক পদ্ধতির প্রয়োগ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। তবে সেই পদ্ধতি কি সেটা খোলাসা করেননি বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া।
বাফুফের দেওয়া এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন জামাল ভুঁইয়া।
“আগামীকাল আমাদের ফিলিস্তিনের সাথে প্রথম ম্যাচ। আমরা ইতিমধ্যে কিরগিজস্তান ও ফিলিস্তিন ম্যাচ দেখেছি। আমরা ফিলিস্তিনের শক্তি এবং দূর্বলতার জায়গা দেখেছি। এসব জিনিস আমরা কোচের সাথে আলাপ করছি। আমি নিজেরা কীভাবে খেলব সেটা নিয়ে অনুশীলন করেছি তারপরে আমরা একটা নতুন পদ্ধতি চেষ্টা করবো, যদি ভাল হয় তবে এটা চালিয়ে যাবো।”
এদিকে সাফ চ্যাম্পিয়নসশিপের আর এক মাসও সময় নেই। এই সময়ের মধ্যেই নিজেদের দূর্বলতার জায়গা গুলো নিয়ে কাজ করতে চান জামাল ভুঁইয়া। এছাড়া ফিলিস্তিনের সাথে লড়াই করতে প্রস্তুত বাংলাদেশ দল এমনটাই জানালেন অধিনায়ক।