শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

চিরনিদ্রায় শায়িত ম্যারাডোনা

ক্রীড়া ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৯, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:০০, ২৮ নভেম্বর ২০২০
চিরনিদ্রায় শায়িত ম্যারাডোনা

ছবি: সংগৃহীত

ঢাকা (২৭ নভেম্বর): পুরো বিশ্বকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন ছিয়াশির মহানায়ক দিয়েগো ম্যারাডোনা। বুধবার হঠাৎ হার্ট-অ্যাটাকে মৃত্যুর কোলে ঢলে পড়েন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি।  

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ মরণোত্তর সম্মান প্রদর্শনের পর স্থানীয় সময় সন্ধ্যার পর তার মা-বাবার পাশে সমাহিত করা হয় ম্যারাডোনার মরদেহ। এ খবরটি নিশ্চিত করেছে বিবিসি।  

মৃত্যুর একদিন পর আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে এক ছোট অনুষ্ঠানে সমাহিত করা হয় ম্যারাডোনাকে। ফুটবল ঈশ্বরের অন্ত্যষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন আত্মীয় ও বন্ধুসহ কেবল দুই ডজন লোক। তবে তার আগে ম্যারাডোনাকে সম্মান জানাতে জনতার ঢল নামে রাস্তায়। অনেকে কেঁদে, বাতাসে চুমু ছুঁড়ে দিয়ে এবং কফিনকে সামনে রেখে প্রার্থনায় বসে। জনতাকে সামলাতে হিমশিম খেতে হয় দেশটির পুলিশদের।  

কফিন ঢাকা ছিল আর্জেন্টিনার জাতীয় পতাকা ও জার্সিতে, যার পেছনে ছিল তার ট্রেডমার্ক ১০ নম্বর। জনসাধারণের জন্য ম্যারাডোনার মৃতদেহ নেওয়া হয় প্রেসিডেন্সিয়াল প্যালেসে। দুপুর গড়াতে ভক্তদের লাইন এক কিলোমিটারেরও বেশি লম্বা হতে থাকে। বিশ্বকাপ জয়ী অধিনায়ককে দেখার জন্য অনেকে জোর করে প্যালেসে ঢুকতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।

ম্যারাডোনাকে সমাহিত করা হয় তার জন্মস্থান বুয়েন্স আইরেসের উপকণ্ঠে অবস্থিত বেলা ভিস্তা সমাধিস্থলে। এখানে ম্যারাডোনার বাবা দিয়েগো ম্যারাডোনা চিতোরো (১৯২৭-২০১৫) এবং মা মা দালমা সালভাদোরা ফ্রান্স ‘কেও  (১৯৩০-২০১১) সমাহিত করা হয়েছিল। এবার তাদেরই পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ম্যারাডোনা (১৯৬০-২০২০)। 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়