শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

সাকিবের আইকন মাশরাফির সুপারস্টার ম্যারাডোনা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৪৭, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:৪৮, ২৬ নভেম্বর ২০২০
সাকিবের আইকন মাশরাফির সুপারস্টার ম্যারাডোনা

ছবি: ফাইল ফটো

ঢাকা (২৬ নভেম্বর): আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের দৃষ্টিতে ম্যারাডোনা হচ্ছেন সত্যিকারের ‘আইকন’। আর বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মূর্তজার কাছে ম্যারাডোনাই ছিলেন একমাত্র সুপারস্টার। বুধবার ম্যারাদোনার আকস্মিক বিদায় ফুটবল বিশ্বের মতো নাড়া দিয়েছে বাংলাদেশের ক্রিকেটকেও। একান্ত প্রিয়জন হারানোর ব্যথায় যেন কাতর আমাদের ক্রিকেট তারকারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগ-ভালোবাসায় ভরা শোক জানিয়েছেন মাশরাফি-সাকিবরা।

সাকিব আল হাসানের মতে, মারাদোনার মতো ফুটবলারদের কারণেই ফুটবল খেলা এত আনন্দময়। তিনি লিখেছেন, “এমন কিছু খেলোয়াড় থাকেন, যারা সব প্রজন্মের আইকন, কিছু আছেন প্রজন্ম থেকে প্রজন্মে যাদের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে এবং খেলাটির পরিচয় হয়ে ওঠেন। দিয়োগো আরমান্দো ম্যারাদোনা তেমনই একজন, যিনি ফুটবল খেলাটির সঙ্গে একাত্ম হয়ে গেছেন।” সাকিব আরো লিখেছেন, “মাঠের ভেতর তিনি ছিলেন বিখ্যাত, মাঠের বাইরে উল্টো। সবকিছুই তিনি নিজের মতো করে করেছেন, ভুল হোক বা ঠিক! তার অবিশ্বাস্য ফুটবল প্রতিভা, প্রখরতা ও ফুটবলের প্রতি ভালোবাসার কথা না বললেই নয়। তার মতো কিংবদন্তিদের জন্যই ফুটবল এগিয়ে যাবে এবং আমাদের মোহিত করে যাবে। ”

মাশরাফি বিন মূর্তজার কাছে ফুটবল মানেই ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তার কাছে ম্যারাডোনাই ছিলেন একমাত্র সুপারস্টার। নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শোক মাশরাফি লিখেছেন, ‘তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’

আর্জেন্টিনাকে ’৮৬ তে বিশ্বকাপ জেতানো ফুটবল জাদুকরকে নিয়ে বলতে গিয়ে মাশরাফি আরও লিখেন, ‘তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন। ভালো থেকো ওপারে জাদুকরৃ দা ড্রিবলিং মাস্টার, দিয়াগো আরমান্দো ম্যারাদোনা।’

পেসার রুবেল হোসেন লিখেছেন, “চিরবিদায় ফুটবলের জাদুকর, আর্জেন্টাইন ফুটবলের রাজপুত্র।”

শাহরিয়ার নাফিস তুলে ধরেছেন মাঠের ভেতরে-বাইরের মারাদোনাকে। তিনি লিখেছেন, “মাঠের বাইরে তিনি আদর্শ ছিলেন না। তবে মাঠের ভিতরে কেউ তার সমান ছিল না। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আমাকে ফুটবল ভালোবাসানোর জন্য। আপনি সর্বকালের সেরা ফুটবলার। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন...।”

এছাড়াও তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানরা সবাই ম্যারাদোনার ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, “শান্তিতে ঘুমাও, কিংবদন্তি।”

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়