শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৬ জমাদিউল আউয়াল ১৪৪৭

মাশরাফির একমাত্র সুপারস্টার ম্যারাডোনা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:১৩, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৩২, ২৬ নভেম্বর ২০২০
মাশরাফির একমাত্র সুপারস্টার ম্যারাডোনা

ছবি: ফাইল ফটো

ঢাকা (২৬ নভেম্বর): বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মূর্তজার কাছে ফুটবল মানেই ছিলেন ডিয়েগো ম্যারাডোনা। তার কাছে ম্যারাডোনাই ছিলেন একমাত্র সুপারস্টার। বুধবার কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে শোক জানিয়ে এভাবে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন মাশরাফি।

মাশরাফি লিখেছেন, ‘তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিল না, আর আসবেও না। ব্যক্তি জীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে, যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম।’

আর্জেন্টিনাকে ’৮৬ তে বিশ্বকাপ জেতানো ফুটবল জাদুকরকে নিয়ে বলতে গিয়ে মাশরাফি আরও লিখেন, ‘তোমার বাঁ পায়ের আঁকা নিখুঁত গোলের ছবিগুলো মনের ক্যানভাসে থেকে যাবে আজীবন।’

অবশেষে বাংলাদেশ কিক্রেট তারকা লেখেন, ‘ভালো থেকো ওপারে জাদুকরৃ দা ড্রিবলিং মাস্টার, দিয়াগো আরমান্দো মারাদোনা।’

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে বিবেচিত ৮৬ বিশ্বকাপ কিংবদন্তি ম্যারাডোনা বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। বুধবার তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়