বুধবার

০৫ নভেম্বর ২০২৫


২১ কার্তিক ১৪৩২,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ের সাজে সানজিদার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫০, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৯:৫৫, ২২ অক্টোবর ২০২০
বিয়ের সাজে সানজিদার ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়

ছবি: আইসিসি টুইটার

ঢাকা ২২ অক্টোবর: ক্রিকেট পিচে বিয়ের ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার সানজিদা ইসলাম।ছবিতে কমলা রঙের শাড়ি, হাতে বালাসহ ফুলের গহনা পড়া সানজিদাকে ক্রিকেট পিচে ব্যাট হাতে দেখা গেছে। সানজিদা সম্প্রতি প্রথমশ্রেণির ক্রিকেটার রংপুরের মিম মোসাদ্দেককে বিয়ে করেছেন। সানজিদা ইতোমধ্যেই মনোমুগ্ধকর নৈপূণ্য দেখিয়ে ক্রিকেট প্রেমিদের মন জয় করে নিয়েছেন।চব্বিশ বছরের সানজিদার এ ছবিগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি এর টুইটারে শেয়ার করেছে। টুইটে আইসিসি লিখেছে, শাড়ি, গহনা, ক্রিকেট ব্যাট। ক্রিকেটারদের বিয়ের ফটোশুট তো এমনই হবে..।টুইটের পর এতে লাইক পড়েছে প্রায় পনের হাজার। আর এ নিয়ে টুইট করেছেন আটশ চৌত্রিশজন। এখন এনিয়ে তোলপাড় চলছে সামাজিক মাধ্যমে।সূত্র: আইএএনএস  

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়