শুক্রবার

০৭ নভেম্বর ২০২৫


২৩ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ন্যূনতম বয়স ১৫: আইসিসি

বিআই ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০০:৩৯, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ০০:৪০, ২১ নভেম্বর ২০২০
আন্তর্জাতিক ক্রিকেটে খেলার ন্যূনতম বয়স ১৫: আইসিসি

ছবি: ফাইল ফটো

ঢাকা (২০ নভেম্বর): আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য এবার খেলোয়াড়ের ন্যূনতম বয়স নীতির প্রবর্তন করেছে আইসিসি। বয়স অন্তত ১৫ বছর না হলে কেউ বিশ্ব ক্রিকেটে পা রাখতে পারবেন না। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ছেলে, মেয়ে বা অনূর্ধ্ব-১৯- যে কোনও পর্যায়ের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হলে খেলোয়ার ১৫ বছর বয়সী হতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এ নিয়ে এক বিবৃতি দিয়েছে, ‘খেলোয়াড়দের সুরক্ষার উন্নতি করতে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ন্যূনতম বয়স নীতির প্রবর্তন নিশ্চিত করছে বোর্ড, যা আইসিসি ইভেন্ট, দ্বিপাক্ষিক ক্রিকেট ও অনূর্ধ্ব-১৯ সহ সব ধরনের ক্রিকেটে প্রয়োগ করা হবে। ছেলে, মেয়ে কিংবা অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটসহ যে কোনও ফর্মে খেলোয়াড়ের বয়স এখন থেকে অবশ্যই ন্যূনতম ১৫ হতে হবে।’

তবে ব্যতিক্রমী পরিস্থিতিতে সেই দেশের সদস্য বোর্ডের আবেদনের ভিত্তিতে ১৫ বছরের চেয়ে কম বয়সী খেলোয়াড়কে খেলার অনুমতি দিলেও দিতে পারে আইসিসি। এই ক্ষেত্রে খেলোয়াড়ের খেলার অভিজ্ঞতা ও মানসিক বিকাশের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খাপ খাওয়ার সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নেবে শীর্ষ সংস্থা।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়