বৃহস্পতিবার

০৬ নভেম্বর ২০২৫


২২ কার্তিক ১৪৩২,

১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

জামালদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০২:১১, ১৪ নভেম্বর ২০২০  
জামালদের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা

ছবি: সংগৃহীত

ঢাকা (১৩ নভেম্বর): দেশে ফুটবল ফেরার দিন নেপালকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুজিববর্ষ ফিফা আন্তর্জাতিক ম্যাচে নেপালের বিপক্ষে অসাধারণ ফুটবল উপহার দিয়েছে জামাল ভূঁইয়া, তপু বর্মণ, সাদ উদ্দিনরা।

জাতীয় দলে খেলা মাঠে বসে উপভোগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহ্উদ্দিন। দুই গোল করার পরই তার উদযাপন ছিল দেখার মতো। খেলোয়াড়দের পারফরম্যান্সে দারুণ খুশি বাফুফে সভাপতি। তাইতো জয়ের পরপরই জাতীয় দলকে ১০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি।

বাফুফের সহ-সভাপতি ও জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল বাফুফে সভাপতির হয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘বাফুফে সভাপতি বাংলাদেশের দলীয় পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত। দলের প্রত্যেককে তিনি অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় ম্যাচে একই পারফরম্যান্স ধরে রাখতে উজ্জীবিত করেছেন। প্রথম ম্যাচ জয়ের জন্য ১০ লাখ টাকা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছেন।’

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়