পিএসএলের নিলাম ড্রাফটে পাঁচ বাংলাদেশি ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার
ছবি সংগৃহীত
ঢাকা (এপ্রিল ২৬): পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর চলতি বছরের মার্চে শুরু হয়। আর মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পরেই তা স্থগিত ঘোষণা করা হয়।
তবে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর সময় আবার ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর তাই নতুন করে নিলামেরও ঘোষণা এসেছে। এই নিলামের ড্রাফটে পাঁচ বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠে এসেছে।
আসর শুরুর আগে নিলামে ২০ বাংলাদেশি ক্রিকেটার থাকলেও একজনও ডাক পাননি কোনো দল থেকেই। যদিও বাংলাদেশি ক্রিকেটারদের জায়গা না পাওয়ার কারণ ছিল টাইগারদের জাতীয় দলের ব্যস্ত সূচি। তবে এবার নতুন করে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের ড্রাফটে জায়গা পেয়েছেন পাঁচ টাইগার ক্রিকেটার।
এই পাঁচ ক্রিকেটাররা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ এবং সাব্বির রহমান। আগামী সপ্তাহে ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠিত হবে ১৩২ জন বিদেশি খেলোয়াড়ের প্লেয়ার্স ড্রাফটের নিলাম।
পিএসএল নিলামের সর্বোচ্চ ক্যাটাগরি প্লাটিনামে রয়েছেন সাকিব আল হাসান। আর পরের ক্যাটাগরি ডায়মন্ডে রয়েছেন তামিম ইকবাল। সিলভার ক্যাটাগরিতে রয়েছেন লিটন দাস, তাসকিন আহমেদ ও সাব্বির রহমান।
আগামী ১ জুন স্থগিত হওয়া পিএসএল পুনরায় মাঠে গড়াবে। আর টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে ২০শে জুন।




















