বৃহস্পতিবার

২৫ ডিসেম্বর ২০২৫


১১ পৌষ ১৪৩২,

০৫ রজব ১৪৪৭

ফিফা বিশ্বকাপ: ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৩, ১৩ নভেম্বর ২০২০  
ফিফা বিশ্বকাপ: ৪ ডিসেম্বর কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ

ছবি: ফাইল ফটো

ঢাকা (১৩ নভেম্বর): ২০২২ ফিফা বিশ্বকাপ এবং ২০২৩ এএফসি এশিয়ান কাপ চায়নার এশিয়ার কোয়ালিয়ারের উদ্বোধনী ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। কাতারে আয়োজিত এ ম্যাচের সময় ৪ ডিসেম্বর পুননির্ধারণ করা হয়েছে। খবর গাল্ফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে এটাই হবে দুই দেশের মধ্যে অনুষ্ঠেয় প্রথম এবং একমাত্র এশিয়ান কোয়ালিফাইয়ার ম্যাচ। অংশগ্রহনকারী দুই দলের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেই ফিফা এবং এএফসি শিডিউল পরিবর্তনের বিষয়টি অনুমোদন করেছে।

এশিয়ান ফুটবল কনফেডারশন (এএফসি) সূত্র জানিয়েছে, বর্তমান নিয়ম অনুযায়ী ক্লাবগুলো ৪ ডিসেম্বর নির্ধারিত ম্যাচের জন্য খেলোয়ারদের নাম প্রকাশে বাধ্য নয়। সেটা ফিফার আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের বাইরে অনুষ্ঠিত হবে।

তবে কাতার এবং বাংলাদেশের জাতীয়দলের কোচদের জন্য স্বস্তির খবর হচ্ছে, দেশীয় লীগ থেকে পছন্দের খেলোয়ারদের নিয়েই তারা নিজেদের দল গঠন করতে পারবেন।

 

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়