মঙ্গলবার

১৮ নভেম্বর ২০২৫


৪ অগ্রাহায়ণ ১৪৩২,

২৭ জমাদিউল আউয়াল ১৪৪৭

শান্তর ইনিংস থামল ১৬৩ রানে

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:১৬, ২২ এপ্রিল ২০২১  
শান্তর ইনিংস থামল ১৬৩ রানে

ছবি সংগৃহীত

ক্যান্ডিতে মুমিনুল হককে সঙ্গে নিয়ে রেকর্ড জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ২৪২ রানের রেকর্ড গড়া জুটি ভাঙে ১৬৩ রানের ইনিংস খেলে শান্ত ফিরলে। মধ্যাহ্ন বিরতির পর লাহিরু কুমারার বলে ফেরেন শান্ত। দলীয় ৩৯৪ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

গতকাল ৯০ ওভারে ২ উইকেটে ৩০২ রান তুলে শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টের প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ শুরুটা করেছেন মুমিনুল-শান্ত। প্রথম দিনের মতো পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও টাইগারদের দাপট দেখল সিংহের রাজ্য। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ওই ২ উইকেটে ৩৭৮ রান তোলে।

দ্বিতীয় দিনে নাজমুল হোসেন শান্ত ১২৬ ও মুমিনুল হক ৬৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেন। আর মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে নাজমুল হোসেন শান্ত ১৫৫ আর টাইগার অধিনায়ক মুমিনুল হক ১০৫ রানে অপরাজিত থাকেন।

মধ্যাহ্ন বিরতির পর আর ইনিংসটা বড় করতে পারলেন না শান্ত। বিরতির পর মাত্র ৮ রান যোগ করে 'শান্ত' হলেন শান্ত। ৩৭৮ বলে ১৭টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারিতে ১৬৩ রান করেন শান্ত।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪০৬। উইকেটে আছেন, মুমিনুল (১১৮) এবং মুশফিক (৯)।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়