বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

টি-টুয়েন্টি নতুন র‍্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে বাবর আজম

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:৫৪, ২১ এপ্রিল ২০২১  
টি-টুয়েন্টি নতুন র‍্যাংকিংয়ের শীর্ষ দুইয়ে বাবর আজম

ছবি সংগৃহীত: বাবর আজম

ঢাকা (এপ্রিল ২১): কয়েকদিন আগেই বিরাট কোহলিকে টপকে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলেন বাবর আজম। এবার উন্নতি করেছেন টি-টুয়েন্টি র‍্যাংকিংয়েও। তিন নম্বর থেকে দুইয়ে উঠে এসেছেন পাকিস্তানের এই অধিনায়ক।

বুধবার টি-টুয়েন্টির নতুন ‍র‍্যাংকিং প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেখানে সবার ওপরে এখনও অবস্থান করছেন ডেভিড মালান। ইংলিশ এই ব্যাটসম্যানের রেটিং পয়েন্ট ৮৯২। দুইয়ে ওঠা বাবরের রেটিং পয়েন্ট ৮৪৪।

৮৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে গিয়েছেন অ্যারন ফিঞ্চ। তবে র‍্যাংকিংয়ে ৭৭৪ রেটিং পয়েন্ট নিয়ে চারে রয়েছেন ডেভন কনওয়ে। কোহলি ৭৬২ রেটিং পয়েন্ট নিয়ে জায়গা ধরে রেখেছেন। তার অবস্থান পঞ্চম।

ষষ্ঠ স্থানে থাকা রাসি ভান ডার ডাসেনের অবস্থান ষষ্ঠ। তিন ধাপ উন্নতি করে তার রেটিং পয়েন্ট ৭৫৬। এক ধাপ পিছিয়ে সাতে নেমে গিয়েছেন লোকেশ রাহুল।

৭৪৩ রেটিং পয়েন্ট ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। ৮ নম্বরে অবস্থান গ্লেন ম্যাক্সওয়েলের। তিনিও এক ধাপ নিচে নেমেছেন। ৬৯৪ রেটিং পয়েন্ট তার।

ম্যাক্সওয়েলের মতো এক ধাপ পিছিয়েছেন মার্টিন গাপটিলও। ৬৮৮ রেটিং পয়েন্ট নিয়ে কিউই এই ওপেনার অবস্থান করছেন নয় নম্বরে। ১০ এ থাকা হজরতউল্লাহ জাজাইয়ের রেটিং পয়েন্ট ৬৩৬।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়