বুধবার

১৭ সেপ্টেম্বর ২০২৫


২ আশ্বিন ১৪৩২,

২৪ রবিউল আউয়াল ১৪৪৭

শ্রীলঙ্কায় টাইগারদের প্রথম টেস্টের দল ঘোষনা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২২:০৬, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ২২:৩৬, ২০ এপ্রিল ২০২১
শ্রীলঙ্কায় টাইগারদের প্রথম টেস্টের দল ঘোষনা

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ২০): শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

মঙ্গলবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

আইপিএলে অংশ নিতে এই মুহূর্তে ভারতে অবস্থান করায় আগের সিরিজে খেলা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান দলে নেই। এদিকে ইনজুরির কারণে জায়গা মেলেনি আগের সিরিজে খেলা তরুণ পেসার হাসান মাহমুদের। তবে দলে আছে নতুন মুখ শরিফুল ইসলাম।

২১ এপ্রিল (বুধবার) শ্রীলঙ্কার পাল্লেকেলে স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারি টাইগাররা।

১৫ সদস্যের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী ও শরিফুল ইসলাম।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়