তথ্য পাচারের অভিযোগে ৮ বছর নিষিদ্ধ হিথ স্ট্রিক
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি: বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক
ঢাকা (এপ্রিল ১৫): আট বছরের জন্য ক্রিকেটের সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের কিংবদন্তি ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক বোলিং কোচ হিথ স্ট্রিক। দলের তথ্য পাচারের বহু অভিযোগ প্রমাণিত হওয়াতে নিষিদ্ধ করা হয়েছে তাকে।
বুধবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিককে নিষিদ্ধ করার বিষয়টি জানায় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুয়ার ক্ষেত্রে কাজে লাগতে পারে জেনেও দুর্নীতি-দমন ধারা ভেঙে দলের ভেতরের তথ্য পাচার করেছেন স্ট্রিথ।
সরাসরি সিরিজ ও টুর্নামেন্টের কথাও উল্লেখ করেছে আইসিসি। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ২০১৮ সালে বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজ হয়েছিল। সেই সিরিজ চলাকালে দলের তথ্য পাচার করার অভিযোগ প্রমাণিত হয়েছে স্ট্রিকের বিরুদ্ধে। এছাড়া জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ ও ২০১৮ সালের আইপিএল ও ২০১৮ সালের এপিএলেও তার বিরুদ্ধে এমন অভিযোগ প্রমাণিত হয়েছে।
প্রথমে অস্বীকার করলেও পরে অপরাধ স্বীকার করে নিয়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা পেসার স্ট্রিক।
২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন স্ট্রিক বিভিন্ন সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলাদেশ দলের বোলিং কোচ ছিলেন তিনি।