মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

উইজডেন বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৫৭, ১৫ এপ্রিল ২০২১  
উইজডেন বর্ষসেরা ক্রিকেটার বেন স্টোকস

ফাইল ছবি: বেন স্টোকস

ঢাকা (এপ্রিল ১৫): বৃহস্পতিবার প্রকাশিত উইজডেন অ্যালমানাকের এ বছরও শীর্ষ ক্রিকেটারের তকমা জিতেছেন বেন স্টোকস। এক বর্ষপঞ্জিকায় স্টোকস টেস্টে ৫৮ দশমিক ২৭ গড়ে করেছেন ৬৪১ রান। যা গেল বছর নির্দিষ্টি কোনো ক্রিকেটারের সর্বোচ্চ রান। এদিকে বল হাতে ১৮ দশমিক ৭৩ গড়ে নিয়েছেন মোট ১৯ উইকেট।

২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডে শিরোপা জেতানোর পেছনে বড় অবদান ছিল স্টোকসের। এছাড়া তার বীরত্বেই অ্যাশেজে হেডিংলি টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ইংলিশরা। এই দুটির সুবাদেই গত বছরও বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি।

বেন স্টোকসের আগে ২০০৫ সালে প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে উইজডেনের শীর্ষ খেলোয়াড়ের তকমা জিতেছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। আর প্রথম ইংলিশ হিসেবে বেন স্টোকস জিতলেন টানা দ্বিতীয়বার এই খেতাব।

এছাড়া উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে জায়গা করে নিয়েছেন কেন্টের ক্রিকেটার ড্যারেন স্টিভেন্স বব উইলিস ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স করে চতুর্থ বয়স্ক খেলোয়াড় হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন। বর্তমানে এই অলরাউন্ডারের বয়স ৪৪।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়