করোনায় স্থগিত হওয়া পিএসএল আবার শুরু হচ্ছে
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (এপ্রিল ১২): করোনাভাইরাসের সংক্রমন বৃদ্ধির কারনে গত ৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসর। তবে পিএসএলের ষষ্ঠ আসরের বাকি ম্যাচগুলো সম্পন্ন করতে পুনরায় তা শুরুর আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাকি ম্যাচগুলো পুনরায় শুরু হচ্ছে আগামী ১ জুলাই থেকে। করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে একটি জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। মাঠের লড়াই শুরুর আগে ২২ মে থেকে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং টিম অফিসিয়ালদের হোটেল সাত দিনের কঠোর কোয়ারেন্টিনে থাকতে হবে।
স্থগিত হওয়ার আগে টুর্নামেন্টের ১৪টি খেলা হয়েছিল। পুনরায় শুরু হলে বাকি ২০টি ম্যাচ হবে। যা শেষ হবে ২০ জুন। করাচির মাঠেই সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪ জুন শেষ হবে লিগ পর্বের খেলা। ১৬ জুন থেকে শুরু হবে কোয়ালিফায়ার পর্ব। এবং ২০ জুন হবে ফাইনাল।