মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

লকডাউনে সিরিজ অসমাপ্ত রেখেই ঢাকা ছাড়লো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:৫৯, ১২ এপ্রিল ২০২১  
লকডাউনে সিরিজ অসমাপ্ত রেখেই ঢাকা ছাড়লো দক্ষিণ আফ্রিকা

ফাইল ছবি: দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল

ঢাকা (এপ্রিল ১২): দেশে মহামারী করোনাভাইরাসের সংক্রমন বেড়েই চলছে। আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনের আভাসও দিয়েছে সরকার। এমতাবস্থায় সিরিজ অসমাপ্ত রেখেই আজ বাংলাদেশ ছাড়ছেন দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল।

গতকালই বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং চেয়ারম্যান নাদেল চৌধুরী। তিনি গনমাধ্যমকে বলেন, 'তারা আগামীকাল (১২ এপ্রিল) চলে যাচ্ছে। কারণ ১৪ তারিখ থেকে দেশে কঠোর লকডাউন শুরু হবে এবং সেই সময় বিমান চলাচলও বন্ধ থাকবে।'

করোনা পরিস্থিতির কারণে উভয় বোর্ড সিরিজ অসমাপ্ত রাখার বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ নারী ইমার্জিং দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলতে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দল। এখন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সিরিজের প্রথম চারটা ম্যাচই জিতেছে বাংলাদেশ। সূচি অনুযায়ী সিরিজের শেষ ওয়ানডে ম্যাচটা মাঠে গড়ানোর কথা ছিল আগামী মঙ্গলবার।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়