হায়দ্রাবাদের বিপক্ষে সাকিবের কলকাতার জয়
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (এপ্রিল ১২): ব্যাটিংয়ে সুবিধা করতে না পারলেও এবারের আইপিএলে সাকিব আল হাসানের বোলিংয়ে শুভ সূচনা হয়েছে। গুরুত্বপূর্ণ সময় পাওয়ার প্লেতে বোলিং করতে এসে প্রথম ওভারে মাত্র এক রান খরচ করে নিয়েছেন এক উইকেট। একইসাথে তার দল কলকাতা নাইট রাইডার্স জয় নিয়েই মাঠ ছেড়েছে।
রবিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চলতি আইপিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল কলকাতা। প্রথম ম্যাচে আজ ১০ রানের জয় পেয়েছে ইয়ান মর্গানের দল। কলকাতার ব্যাটিংয়ের নায়ক আজ নিতিশ রানা।
এবার নারিনের অনুপস্থিতিতে গিলের সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব নিতিশ রানার। ৫৬ বলে ৯টি চার ৪টি ছক্কায় ৮০ রান করে তিনিই কলকাতাকে বড় রানের দিকে টেনেছেন। তিনে নেমে রাহুল ত্রিপাতি ২৯ বলে ৫৩ ও শেষ দিকে দিনেশ কার্তিক ৯ বলে ২২ করে বড় রান নিশ্চিত করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে কলকাতা।
১৮৮ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে শুরুটা মোটেই ভালো হয়নি হায়দরাবাদের। সাকিব আল হাসান বোলিং পান ইনিংসের তৃতীয় ওভারে। স্কোরবোর্ডে ১০ রান তুলতেই দুই ওপেনারকে হারায় হায়দ্রাবাদ। ঋদ্ধিমান সাহাকে ৭ রানে ফেরান সাকিব।
মনিশ পান্ডে শেষ পর্যন্ত ধরে ছিলেন ঠিকই, কিন্তু ম্যাচ জয় করতে পারেননি। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রানে থেমেছে হায়দ্রাবাদের ইনিংস। পান্ডে ৪৪ বল খেলে ২টি চার ৩টি ছয়ে ৬১ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। বেয়ারস্টো ৪০ বলে ৫ চার ৩ ছয়ে ৫৫ রান করেন।
কলকাতার একমাত্র বোলার হিসেবে দুই উইকেট পাওয়া কৃষ্ণা চার ওভারে ৩৫ রান খরচ করেছেন।