মৌসুমের শেষ এল ক্লাসিকো আজ
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ছবি সংগৃহীত
ঢাকা (এপ্রিল ১০): ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে জমজমাট লড়াইয়ের একটি এল ক্লাসিকো। ২০২০/২১ মৌসুমের শেষ এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ আলফ্রেড ডি স্টেফানোতে আজ বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামছে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।
ধারনা করা হচ্ছে এটিই হতে পারে লিওনেল মেসির শেষ এল ক্লাসিকো। এল ক্লাসিকোর ইতিহাসের সবচেয়ে সফল খেলোয়াড় লিওনেল মেসি। রিয়ালের বিপক্ষে ৪৪ ম্যাচ খেলে করেছেন ২৬টি গোল।
তবে রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান চান মেসি যেন বার্সা না ছাড়েন। তিনি যেন বার্সাতেই থাকেন।
সংবাদসম্মেলনে জিদান বলেন, 'তাকে বার্সেলোনায় থাকতে দাও। এটা লা লিগার জন্যও অনেক ভালো যদি সে এখানে থাকে।'
চলতি মৌসুমে লা লিগার শিরোপার দৌড়েও আছে দুই দল। ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা আর ৬৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী রিয়াল। শিরোপা নির্ধারণের জন্য সামনে এখনও ৯টি ম্যাচ বাকি রয়েছে।
এল ক্লাসিকোতে মাঠে নামার আগে বার্সেলোনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে শেষ ১৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড। যার মধ্যে টানা ৬টি ম্যাচসহ বার্সার জয় মোট ১৬টিতে।
আজকের এল ক্লাসিকোর সম্ভাব্য একাদশ:
বার্সেলোনা: জেরার্ড পিকে, সার্জিনো ডেস্ট, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, সার্জিও বুস্কেটস, পেদ্রি, টার স্টেগান, জর্দি আলবা ক্লেমেন্ট লেংলে, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান দেম্বেলে এবং লিওনেল মেসি।
রিয়াল মাদ্রিদ: ফারল্যান্ড মেন্ডি, ক্যাসেমিরো, টনি ক্রুস, থিবো কোর্তোয়া, লুকাস ভাস্কেজ, এডার মিলিতা, নাচো ফার্নান্দেজ, ফেদে ভালভার্দে, মার্কো অ্যাসেন্সিও, করিম বেনজেমা এবং ভিনিসিয়াস জুনিয়র।