করোনা আক্রান্ত আকরাম খান
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি: আকরাম খান
ঢাকা (এপ্রিল ১০): বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপরারেশন্স কমিটির প্রধান ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান করোনাভাইরাসে আক্রান্ত। তবে তিনি সুস্থ আছেন বলে বিজনেস ইনসাইডার বিডিকে নিশ্চিত করেছেন জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট ডা. দেবাশিষ বিশ্বাস।
শরীরে করোনার লক্ষণ দেখা দেওয়ায় গতকাল শুক্রবার (৯ এপ্রিল) তার নমুনা পরীক্ষার জন্য প্রদান করেন। পরবর্তীতে তার ফলাফল আসে পজিটিভ।
আকরাম জানান, 'আমি করোনা আক্রান্ত হয়েছি। করোনা পরীক্ষার পর গতকাল নমুনা দিয়েছিলাম আর গতকালই রিপোর্ট হাতে পেয়েছি। আমার শরীরের অবস্থা এখন ভালো। তবে ঠান্ডা ও গলা ব্যথা আছে। আর নিজ বাসাতেই আইসোলেশনে আছি।'
গত বেশ কিছুদিন ধরেই মৃদু উপসর্গ ছিল আকরাম খানের। যে কারণে সংবাদমাধ্যম থেকে শুরু করে সবার সঙ্গেই খানিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করছিলেন তিনি।