মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২৩ রবিউল আউয়াল ১৪৪৭

আইপিএলের প্রথম ম্যাচে জয় পেলো ব্যাঙ্গালোরে

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৫:৫৫, ১০ এপ্রিল ২০২১  
আইপিএলের প্রথম ম্যাচে জয় পেলো ব্যাঙ্গালোরে

ছবি সংগৃহীত: এবিডি ভিলিয়ার্স

ঢাকা (এপ্রিল ১০): শুক্রবার মাঠে গড়িয়েছে এবারের আইপিএলের ১৪তম আসর। উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুঁড়ে দেওয়া ১৬০ রান তাড়া করতে নেমে শেষ ওভারের শেষ বলে এক রান নিয়ে ২ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান জড়ো করে মুম্বাই। ব্যক্তিগত সর্বোচ্চ রান আসে ক্রিস লিনের ব্যাট থেকে। ৩৫ বলে লিন করেন ৪৯ রান। এছাড়া সূর্যকুমার যাদব ২৩ বলে ৩১, ঈশান কিষাণ ১৯ বলে ২৮ আর অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে আসে ১৫ বলে ১৯ রান।

ব্যাঙ্গালোরের হয়ে ন হার্শাল প্যাটেল শেষ ওভারে তুলে নেন তিনটি উইকেট, ওই ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ১ রান তুলতে পারে মুম্বাই।

এরপর ১৬০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ব্যাঙ্গালোরের প্রথম জুটি ভাঙে ৩৬ রানে। অধিনায়ক কোহলি ২৯ বলে মাত্র ৩৩ রান করে আউট হন। এরপর বড় ইনিংসের ইঙ্গিত দিয়েও ২৮ বলে ৩৯ রান করে সাজঘরে ফেরেন গ্লেন ম্যাক্সওয়েল।

এরপর ম্যাক্সওয়েল আউট হওয়ার পরেই দ্রুত আরও দুটি উইকেট হারিয়ে চাপে পড়ে ব্যাঙ্গালোর। সেখান থেকে ২৭ বলে ঝড়ো ৪৮ রানের দুর্দান্ত এক ইনিংসে ব্যাঙ্গালোরকে জয়ের কাছাকাছি পৌঁছে দেন এবিডি ভিলিয়ার্স। তবে জয়ের আগে মাত্র দুই রান বাকি থাকতেই শেষ ওভারে ভিলিয়ার্সকে আউট করে ম্যাচ জমিয়ে তোলে মুম্বাই।

এরপর শেষ বলে ১ রানের দরকার হলে হার্শালের ব্যাট থেকে আসে ওই একটি রান। আর তাতেই ২ উইকেটের রোমাঞ্চকর জয় নিয়ে এবারের আইপিএল যাত্রা শুরু করে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়