মঙ্গলবার

১৬ সেপ্টেম্বর ২০২৫


১ আশ্বিন ১৪৩২,

২২ রবিউল আউয়াল ১৪৪৭

টি-টোয়েন্টি বিশ্বকাপ কি হবে ভারতে? বিকল্প ব্যবস্থা আইসিসির

ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৯:৫৫, ৮ এপ্রিল ২০২১   আপডেট: ২০:০০, ৮ এপ্রিল ২০২১
টি-টোয়েন্টি বিশ্বকাপ কি হবে ভারতে? বিকল্প ব্যবস্থা আইসিসির

ছবি সংগৃহীত

ঢাকা (এপ্রিল ০৮): করোনাভাইরাসের প্রাদুর্ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে জেগেছে শঙ্কা। ভারতে এবছর টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা অক্টোবর-নভেম্বরে। তবে দেশটিতে করোনার সংক্রমণ যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলছে, তাতে সময়মতো বিশ্বকাপ হওয়া নিয়ে সন্দিহান আইসিসি।

এই পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থা ভেবে রাখার কথাও জানিয়েছে আইসিসি। বিকল্প ভাবনার কথা জানালেও, এখনো দ্বিতীয় পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে আপাতত সূচি অনুযায়ী ভারতেই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস গনমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে জানান, “আমাদের বিকল্প পরিকল্পনা আছে। তবে এই মুহূর্তে আমরা সেসব পরিকল্পনা বাস্তবায়ন শুরু করিনি। কারণ, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে এটি আয়োজনের প্রস্তুতি নিয়েই এগোচ্ছি আমরা।”

টি২০ বিশ্বকাপের জন্য বিকল্প ভাবনার কথা আসছে গত বছরের অভিজ্ঞতার কারণে। ২০২০ সালে টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়ায়। কিন্তু করোনার কারণে অস্ট্রেলিয়া তখন আগ্রহী হয়নি, রাজি ছিল না কোনো কোনো অংশগ্রহণকারী দেশও। ১৬টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করোনার মধ্যে যে কোনো দেশেই চ্যালেঞ্জিং। তার ওপর ভারতে এখন প্রতিদিন এক লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যে আইপিএল চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিসিসিআই। ছয় মাস পর বিশ্বকাপ আয়োজনেও দেশটি বদ্ধপরিকর। তবে বিশ্বকাপের মূল আয়োজক আইসিসিকে ভাবতে হচ্ছে বিকল্প ব্যবস্থা নিয়েও।

বিভিন্ন দেশে এরই মধ্যে চলে এসেছে কোভিড-১৯ ভ্যাকসিন। তবে বিশ্বকাপের মতো ইভেন্টগুলোর আগে সব দলকে ভ্যাকসিন নিতে বাধ্য করার মতো অবস্থায় আইসিসি নেই বলে জানিয়েছেন জিওফ অ্যালারডাইস। যত দ্রুত সম্ভব সবাইকে ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়