দুই ম্যাচের জন্য নিষিদ্ধ নেইমার
ক্রীড়া প্রতিবেদক || বিজনেস ইনসাইডার

ফাইল ছবি: তারকা ফুটবলার নেইমার
ঢাকা (এপ্রিল ০৮): ব্রাজিলিয়ান ফুটবলার তারকা নেইমারকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ফরাসি লিগে মার্শেইয়ের বিপক্ষে ম্যাচ চলাকালীন বিবাদে জড়ানোর দায়ে তাকে এ শাস্তি দেয়া হয়েছে। ওই ম্যাচে মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে চড় মেরে বসেন তিনি।
ফরাসি লিগে লিলের বিপক্ষে সেই ম্যাচের শেষ মুহূর্তে নেইমারকে বারবার ফাউল করছিলেন তিয়াগো জালো। আগেই এক হলুদ কার্ড দেখা নেইমার মাথা ঠান্ডা করে রাখতে পারেননি। ক্ষোভ প্রকাশ করে ধাক্কা দিয়ে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড।
দুজনকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু পরে শাস্তি কমিয়ে তা দুই ম্যাচ করা হয়।
এলএফপির এক বিবৃতিতে বলা হয়, ‘গত ৭ এপ্রিল বৈঠকের পর শৃঙ্খলা কমিটি নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে, এর মধ্যে এক ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।’
এ ঘটনার পর রেফারির লাল কার্ড পান তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে গঞ্জালেজের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলেন নেইমার। পরে গঞ্জালেজ ওই অভিযোগ অস্বীকার করলেও বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে ফ্রেঞ্চ ফুটবল অ্যাসোসিয়েশন।
এই নিষেধাজ্ঞার ফলে আগামী রবিবার নিসের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।